Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

কাউনিয়া উপজেলার আয়তন 147.64 বর্গকিলোমিটার। কাউনিয়া উপজেলায় 06 টি ইউনিয়ন ও 01 টি পৌরসভা রয়েছে। উপজেলায় 115 টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, 27 টি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়, 51 টি কিন্ডারগার্টেন এবং 02 টি এনজিও বিদ্যালয় রয়েছে। কাউনিয়া উপজেলা শিক্ষা অফিসে জনবলের সংখ্যা নিন্মরুপ ঃ উপজেলা শিক্ষা অফিসার-01 জন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার-04 জন, উচ্চমান সহকারী কাম-হিসাবরক্ষক-01 জন , অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর-02 জন, প্রধান শিক্ষক-92 জন, সহকারী শিক্ষক-568 জন এবং 18 জন দপ্তরী কাম-প্রহরী কর্মরত আছেন। 2021 সালে ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা-22438 জন  এবং ঝরে পড়ার হার-9.61%। সর্বশেষ 2019 সালের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ডি,আর ভূক্ত শিক্ষার্থীর সংখ্যা-5323 জন। এর মধ্যে  421 জন শিক্ষার্থী জিপিএ-5 পেয়েছে। তাছাড়া প্রাথমিকে 60 জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং 92 জন শিক্ষার্থী সাধারন গ্রেডে ‍বৃত্তি পেয়েছে। 2020-21 অর্থবছরে প্রকল্পভূক্ত 131 টি শিক্ষা প্রতিষ্ঠানে 43387 জন সুবিধাভোগীর মধ্যে 44290575/-(চার কোটি বিয়াল্লিশ লক্ষ নব্বই হাজার পাঁচশত পচাত্তর টাকা) বিতরণ করা হয়েছে। বিতরণের হার-100%। অত্র উপজেলায় 115 টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার রয়েছে। 30 লক্ষ শহীদের স্মরণে 2018 সালে 115 টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 8608 টি বৃক্ষরোপণ করা হয়েছে।